শনিবার ১৯ এপ্রিল ২০২৫ - ১১:৫২
ইসলামে ‘লাইক ও ফলোয়ার বিক্রি’র হুকুম

যেকোনো “ফেক বা ভুয়া” ব্যবসা ইসলামে অবৈধ, কারণ এটি প্রতারণার শামিল!

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী ‘লাইক ও ফলোয়ার বিক্রি’ সম্পর্কিত একটি একটির ইস্তিফতার (ধর্মীয় প্রশ্ন) জবাব দিয়েছেন, যা নিম্নে উপস্থাপন করা হলো:

প্রশ্ন: আসল বা নকল/ভুয়া (ফেক) লাইক ও ফলোয়ার বিক্রি করা কি জায়েজ? 

উত্তর:

- যদি লাইক বা ফলোয়ার বাস্তব (আসল অর্থাৎ ফেক না) হয় এবং এতে কোনো গুনাহ বা ক্ষতিকর প্রভাব না থাকে, তাহলে এটি নিজস্বভাবে জায়েজ। 

- তবে, যদি তা নকল বা মিথ্যা (ফেক) হয়, তাহলে তা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। 

বিঃদ্রঃ “ফেক বা ভুয়া” লাইক-ফলোয়ার ব্যবসা ইসলামে অবৈধ, কারণ এটি প্রতারণার শামিল। আসল সার্ভিস প্রদান করলে এবং কোনো গুনাহ বা ক্ষতি না থাকলে তা বৈধ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha